অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খেলাধূলায় সম্প্রীতি বাড়ে: সন্তু লারমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি

প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার  

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, খেলাধূলার মাধ্যমে একে-অন্যের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি পায়। সম্প্রীতি থাকলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। সুষ্ঠু জাতি গঠনে খেলাধূলার বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার রাঙামাটিতে বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতার প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

দুপুর দুইটায় সাপছড়ি বিদ্যালয় থেকে ম্যারাথন শুরু হয়ে পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে ভেদভেদী বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়। ম্যারাথন শেষে রাঙামাটি জোন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার ইফতেকুর রহমান পিএসসি, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল ইমরান ইবনে-এ রউফ, রাঙামাটি সদর জোন কমান্ডার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রথম পর্বের প্রথম দিনে দেড় হাজার প্রতিযোগী ম্যারাথনে অংশ নেয়। পরের পর্ব আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।