অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পূর্বাচলে ইকরিমিকরি’র বর্ণ উৎসব শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৭:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) বর্ণ উৎসব আয়োজন করতে যাচ্ছে ইকরিমিকরি। পূর্বাচলের জয় বাংলা চত্ত্বরে সকাল ৯টা থেকে দিনব্যাপী থাকবে নানা আয়োজন। 

বর্ন উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত ভাষা সৈনিক আহমদ রফিক। জয় বাংলা চত্ত্বরেই তার নিজের এবং অন্যান্য ৫০ শিল্পীর বর্ণছবি প্রদর্শিত হবে। পরবর্তীতে জাতীয় জাদুঘর অথবা শিল্পকলা একাডেমির গ্যালারিতেও প্রদর্শিত হবে ছবিগুলো।   

উৎসবে শিশু ও বড়দের অংশগ্রহণে থাকবে ‘রাস্তা জুড়ে বর্ণ আলাপন’। সারাদিন বর্ণছবি আঁকবেন তরুণ ও শিশু শিল্পীরা। এছাড়া ‘বর্ণ কাটআউট’ অনুষ্ঠানে বর্ণকে ত্রিমাত্রিকভাবেও উপস্থাপন করা হবে। 

বর্ণ উৎসব উপলক্ষে পূর্বাচলের জয় বাংলা চত্ত্বরে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার। একুশের প্রথম প্রহরেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে তা।