অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘স্বাগত, ময়না’ সাকিবকে কেকেআর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে প্রথমবার আইপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান। মাঝে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখান তিনি। তবে ২০২১ সালে ফের কেকেআরের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আরও পড়ুন: ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

পুরনো সদস্যকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে সাকিবকে স্বাগত জানিয়ে টুইট করেছে তারা। ২০১২ ও ২০১৪ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শিরোপা জেতেন তিনি। এবার তৃতীয় আইপিএল শিরোপার স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেরা ক্রিকেটার। এমন আশা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। টুইটে তাকে অভিনন্দন জানিয়ে তারা লিখেছে ‘স্বাগত, ময়না’। ঘরে স্বাগতম। 

আরও পড়ুন: বেস প্রাইজেই রাজস্থান রয়েলসে মোস্তাফিজ

চেন্নাইয়ে চলছে আইপিএলের চতুর্দশ আসরের খেলোয়াড় ড্রাফটস। এতে ২ কোটি রুপিতে নিলামে ওঠেন তিনি। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স। শুরুতে তার দাম ২ কোটি ২০ লাখ রুপি হাঁকায় তারা। 

পরে সাকিবকে পেতে জোর প্রচেষ্টা চালায় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে তাকে পেতে দুই দলের মধ্যে চলে দর কষাকষি। শেষ পর্যন্ত কাড়াকাড়ি করে ৩ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি অলরাউন্ডারকে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।