অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বরেকর্ড

৪ মাসের ১ গরুর দাম সাড়ে ৩ কোটি টাকা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০২:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

যুক্তরাজ্যে একটি গরু ৩ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ ৮ হাজার টাকা। এর আগে এত মূল্যে কোনো গরু পৃথিবীর কোথায় বিক্রি হয়নি।

স্বভাবতই বিশ্বরেকর্ড গড়েছে এটি। দেশটির গবাদি পশু বিষয়ক সংস্থা ব্রিটিশ লিমোজিন ক্যাটেল সোসাইটি এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের শ্রপশায়ার এলাকার লজ হিল খামারে জন্ম ও বেড়ে ওঠে গরুটি। ওই খামারের অন্যতম কর্নধার ক্রিস্টেন উইলিয়ামস। আদর করে তিনি এর নাম রাখেন পশ স্পাইস।

উইলিয়ামস ’৯০ দশকের বিখ্যাত ব্রিটিশ ব্যান্ডদল স্পাইস গার্লসের পাঁড় ভক্ত। স্বদেশী বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া একসময় এর সদস্য ছিলেন। অনুরাগীদের কাছে ‘পশ স্পাইস’ নামে পরিচিত ছিলেন তিনি। তাই স্নেহের গরুর এ নাম রাখেন মালিক। 

প্রতিবছর এ খামারের গরু নিলামে ওঠে। বেশ চড়া দামে তা বিক্রি হয়। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তবে পশ স্পাইস এত মূল্যে বিকোবে সেটা কল্পনাও করেননি উইলিয়ামস।

তিনি বলেন, এ বছর গরুর দাম কেমন ওঠে তা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। তবে এখন সব ধুয়ে মুছে গেছে। পশ স্পাইস এখন চার পেয়ে সুপার মডেলে পরিণত হয়েছে। সে দেখতে একদম তার মায়ের মতো। ওর মা জিঞ্জার স্পাইস খুবই অসাধারণ ছিল। অনেক স্বাস্থ্যবান বাচ্চার জন্ম দিয়েছিল সে।

পশ স্পাইসের এখন বয়স মাত্র চার মাস। ২০২০ সালের নভেম্বরে জন্ম নেয় এটি। এ বয়সে এত বেশি দামে গরু বিক্রি হওয়া সত্যিই স্বপ্নের মতো।