অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুক্তিযোদ্ধাদের ফোনে ডেকে এনে টিকা দেওয়া হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৫:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

স্থানীয় প্রশাসন সারাদেশে মুক্তিযোদ্ধাদের ফোন করে এনে করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা করছে। এ কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিকে তিনি করোনার টিকা নিয়ে এ কথা বলেন। 

এ সময়ে মুক্তিযোদ্ধাদের টিকা দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা সব জায়গায় অগ্রাধিকার পাচ্ছেন। সারা দেশের স্থানীয় প্রশাসন তাদেরকে ফোন করে এনে টিকা দিয়েছেন।’

টিকা নেওয়ার পর মন্ত্রী বলেন, ‘খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি কখন টিকা পুশ করেছে। কোনো রকম খারাপ কিছু মনে হওয়া বা ব্যাথা পাওয়া এমন কিছুই না। অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছে।'

একই সময়ে টিকা নেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।