অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১৬, শনাক্ত ৪৪৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৪:১৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন, গতকালের তুলনায় তিনজন বেশি। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৩, সোমবার ১১, রবিবার ৮ এবং শনিবার মারা যান ১৩ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩১৪জন।

**২৪ ঘন্টায় মৃত্যু বেড়ে ১৩, শনাক্ত কমে ৩৯৬

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ১৬ হাজার ৬১২ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। মঙ্গলবার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু   :  ১৬
মোট মৃত্যু:         : ৮,৩১৪
শনাক্ত               : ৪৪৩
মোট শনাক্ত        : ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৬ হাজার ৬১২ জনের 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর মাসের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাইয়ে। ওই মাসে গড়ে প্রতিদিন মারা গেছেন ৪১ জন। এরপর টানা তিন মাস মৃত্যু কমলেও নভেম্বর থেকে আবার বাড়তে শুরু করে। নভেম্বর মাসে মারা গেছেন ৭২১ জন। ডিসেম্বর মাসে করোনায় মৃত্যু হয় ৯১৫ জনের। অর্থাৎ ডিসেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন বছরের দুই মাসে মৃত্যু ও শনাক্তের হার কমেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন রাজধানীবাসী। ১ জন করে চট্টগ্রাম ও খুলনার এবং ২ জন রংপুরের বাসিন্দা।

ঢাকা : ১২
চট্টগ্রাম: ১
খুলনা: ১
রংপুর: ২

মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৮ জনের বয়স ষাটের ওপর। ৫১-৬০ এবং ৪১-৫০ এর মধ্যে ছিলেন চারজন করে। 

গেলো ২৪ ঘণ্টায়ও নারীদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।

পুরুষ: ১২ (৭৫.৬৯%)
নারী:  ৪ (২৪.৩১%)

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৩ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।