অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরোপের সাথে বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেলো চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার  

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ইউরোপিয়ান ইউনিয়ানের (ইইউ) বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এখন চীন। কোভিড-১৯ মাহমারিতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য কমে যাওয়ায় এমন হয়েছে বলে জানানো হয় বিবিসির প্রতিবেদনে। 

২০২০ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চীনের আমদানি-রপ্তানি ছিল ৭০৯ বিলিয়ন ডলারের। আর যুক্তরাষ্ট্রের সাথে এ সংখ্যা ৬৭১ বিলিয়ন ডলার। 

যদিও বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনীতি একরকম অচল ছিল তবে শেষ ছয় মাসে ইইউতে চীনা পণ্যের চাহিদা দ্বিগুণ হয়ে যায়। এছাড়া চীন একমাত্র দেশ ২০২০ সালে যাদের অর্থনীতি ভালো অবস্থানে ছিল। 

ইউরোপের গাড়ি ও বিলাসবহুল পণ্যের চাহিদা ছিল চীনে। আর চীন থেকে ইলেকট্রনিক ও চিকিৎসা সরঞ্জাম আমদানি করে ইউরোপ। 

ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যমতে, চীনের সাথে তাদের আমদানি বেড়েছে ৫.৬ শতাংশ। আর রপ্তানি বেড়েছে ২.২ শতাংশ। চলতি বছরে জানুয়ারিতে চীনা কর্তৃপক্ষের প্রকাশিত ডাটাতেও প্রায় একই ধরনের তথ্য উপস্থাপন করা হয়।