অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিক্ষোভের মুখে নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার  

দেশব্যাপী বিক্ষোভের মুখে আবারও নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন আবরও দাবি করেন, ভোট জালিয়াতির কারণেই তারা অভ্যুত্থান করেছে। তবে কোন প্রমাণ হাজির করতে পারেননি তিনি। 

জাও মিন তুন জানান, ন্যাশনাল লিগ ফর ডেমোকেটসের নেত্রী আং সান সুচির বিপক্ষে আরও একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 

১ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। আন্দোলন থামাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি রাস্তা রাস্তায় সেনা টহল শুরু করে সেনাবাহিনী। 

অভ্যুত্থানের পর প্রথম সংবাদ সম্মেলনেও নির্বাচন দিয়ে জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন।