অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমার সেনাবাহিনীকে কঠিন পরিণতির হুঁশিয়ারি জাতিসংঘের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৩:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরতদের প্রতি কঠোর প্রতিক্রিয়া দেখানো হলে দেশটির সেনাবাহিনীকে কঠিন পরিণতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

মিয়ানমার সামরিক বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা সোয়ে উইনকে সোমবার ফোনালাপে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনা এই হুঁশিয়ারি দিয়েছেন।

জাতিসংঘ সদরদপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ফারহান হক বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ অধিকারকে যেন অবশ্যই পুরোপুরি সম্মান করা হয় এবং বিক্ষোভকারীদের প্রতিহিংসার শিকার যেন না করা হয় তা নিশ্চিত করতে চাপ দেন তিনি।’

মিয়ানমারের সামরিক বাহিনীকে তিনি জানান, বিশ্ব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কঠোর কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানো হলে পরিণতি মারাত্মক হতে পারে বলেও যোগ করেন জাতিসংঘের এই মুখপাত্র।

গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটিতে গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার রাত থেকে প্রধান শহরগুলোতে সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করা হয়। তা সত্ত্বেও প্রতিবাদকারীরা সোমবার ফের বিক্ষোভ দেখান।

আলজাজিরা আরও জানায়, প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ইন্টারনেট সচল হতে শুরু করেছে মিয়ানমারে। স্থানীয় সময় রাত ১টার দিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল।