অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী হত্যায় ১ আসামির মৃত্যুদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার  

সৌদি আরবে বাংলাদেশের প্রবাসী গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলায় ১ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন তারা।

গেল ১৪ ফেব্রুয়ারি রিয়াদের অপরাধ আদালত বহুল আলোচিত আবিরন হত্যাকাণ্ডের রায় দেন। তাতে তিনি যে বাড়িতে কাজ করতেন, সেটির গৃহকর্তীকে  মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর গৃহকর্তা এবং তাদের ছেলেকে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হয়।

ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যার দায়ে মামলার প্রধান আসামি গৃহকর্তী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে কেসাস (প্রাণের পরিবর্তে প্রাণ) রায় দেন আদালত। তাতে সহায়তার অপরাধে দ্বিতীয় আসামি গৃহস্বামী বাসেম সালেমকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানাসহ ৩ বছর ২ মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। আর অপর আসামি তাদের পুত্র ওয়ালীদ বাসেদ সালেমকে ৭ মাস কিশোর সংশোধনাগারে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।