অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চেয়ারম্যানের বিরুদ্ধে আ.লীগ কর্মী হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা

প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার  

পাবনার ভাঁড়ারায় আওয়ামীলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যার বিচার দাবীতে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। রবিবার (১৪ ফেব্রুযারি) রাতে ভাঁড়ারা ইউপির আতাইকান্দা এলাকায় সংঘটিত এ হত্যাকান্ডের পর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনের নিকট মরদেহ হস্তান্তরের পর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পথসভায় হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানকে দায়ী করে, তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবী করেন তারা।

পুলিশ জানায়, রবিবার রাতে পাবনার ভাঁড়ারা ইউপির আতাইকান্দা গ্রামে গুলি করে হত্যা করা হয় কাথুলিয়া গ্রামের মন্তাই ব্যাপারীর ছেলে আওয়ামী লীগ কর্মী আমিরুল ইসলাম (৩০) কে।  প্রকাশ্যে হত্যার পর হত্যাকারীরা নির্বিঘ্নে চলে যায়। 

পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।