অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোচের সিদ্ধান্তে পিয়ানিচের অসন্তোষ

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০১:৫০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

২২ বছর বয়সী আর্থার মেলোর সাথে বদলাবদলি করে বার্সেলোনায় আনা হয় ৩০ বছর বয়সী মিরালেম পিয়ানিচকে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে ফর্মের তুঙ্গে থাকা এ বসনিয়ান মিডফিল্ডার স্বাভাবিকভাবেই ভেবেছেন প্রথম একাদশেই মাঠে নামা হবে।

বার্সা কোচ রোনাল্ড কোম্যানের প্রাথমিক ছক ৪-২-৩-১ এ নিয়মিত মাঠেও নামেন পিয়ানিচ। তবে সাফল্য না পাওয়া পরে ছক পাল্টে ৪-৩-৩ এ যান বার্সা কোচ। তারপর থেকেই অনিয়মিত হয়ে গেছেন এই মিডফিল্ডার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘টেলেফুট’ এর সাথে এক সাক্ষাৎকারে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পিয়ানিচ। জানান, আমি সত্যিই জানিনা কেন আমাকে ঠিক মতো মাঠে নামানো হচ্ছে না।

নিজেকে প্রস্তুত রাখছেন জানিয়ে বসনিয়ান মিডফিল্ডার আরও বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি এবং কোচের সিদ্ধান্তে আমার সম্মান জানানো উচিত। তবে তার সিদ্ধান্তে আমি একমত নই। ক্লাবে আমি আমার ছাপ রেখে যেতে চাই।

যদিও এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে ছয় ম্যাচেই মাঠে নেমেছেন পিয়ানিচ। তবে লা লিগায় সেভাবে খেলার সুযোগ পাননি। পাঁচ ম্যাচে প্রথম একাদশের পাশাপাশি বদলি হিসেবে মাঠে নেমেছেন ১০ ম্যাচে। হতাশার বিষয় হলো ইনজুরিতে না পড়লেও সাত ম্যাচে তাকে স্কোয়াডেই রাখেননি কোম্যান।