অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন ফিচার আসছে গুগল ক্রোমে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৫:৩৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

গুগল ক্রোমে অনেকগুলো ট্যাব খুললেই ছোট হয়ে যায় ট্যাবগুলো। ফলে দরকারি ট্যাব খুঁজে পেতে ঝামেলায় পড়তে হয় ব্যবহারকারীকে। এ সমস্যা দূরে করে অনেক ট্যাব থেকে নিজের পছন্দেরটা সহজে বের করতে নতুন ফিচার পরীক্ষা করছে গুগল। 

এক্সডিআর এর প্রতিবেদন অনুযায়ী, গুগলে নতুন ক্রলিং ফিচারে স্ক্রিনে জায়গা না থাকলেও ট্যাবগুলোর প্রস্থ ঠিক থাকবে। যেখান থেকে সহজে খুঁজে নেয়া যাবে নিজের পছন্দের ট্যাব। 

ল্যাপটপের ট্রাকপ্যাড, মাউস কিংবা ডান-বাম বাটনে প্রেস করে ট্যাব স্ক্রল করা যাবে। যদিও এটি এখন পরীক্ষা কর হচ্ছে তবে গ্রাহক চাইলে chrome://flags/ গিয়ে ব্যবহার করতে পারবে।