অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুরুত্বপূর্ণ উপাত্ত দেয়নি চীন, হু দলের অভিযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ১২:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

হু প্রতিনিধি দলের সদস্য মাইক্রোবায়োলজিস্ট ডমিনিক ডোয়ার

হু প্রতিনিধি দলের সদস্য মাইক্রোবায়োলজিস্ট ডমিনিক ডোয়ার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) করোনা উৎপত্তি তদন্তকারী দলের কাছে গুরুত্বপূর্ণ উপাত্ত দিতে অস্বীকৃতি জানায় চীন। এমনটাই দাবি সে দলের সদস্য মাইক্রোবায়োলজিস্ট ডমিনিক ডোয়ারের। 

রয়টার, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের কাছে তিনি বলেন, করোনার প্রথম রোগীদের তথ্য পেতে প্রাথমিক উপাত্ত চেয়েছিল হু। কিন্তু চীন তাদেরকে একটি সংক্ষিপ্ত বিবরণী দিয়েছে। 

চীন এ অভিযোগের জবাব দেয়নি তবে এর আগে জোর দিয়ে জানিয়েছিল তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের কাছে কোন বিষয় লুকায়নি। 

উহানের বিভিন্ন হাসপাতাল ও মার্কেট পরিদর্শন শেষে হু তদন্তকারী দল জানায়, এখানের ল্যাব থেকে করোনা ছড়ানো যে কথা প্রচার হয়েছে তা মিথ্যা। 

উহান বিশ্বের প্রথম জায়গা যেখান থেকে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। তারপর থেকে এ মহামারিতে ১০ কোটি ৬০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন প্রায় ২৩ লাখ ।