অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দৃকপাঠ ভবনে চলছে ছবিমেলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার  

রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে চলছে এশিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা শূন্য’। ছবিমেলা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় এই আলোকচিত্র উৎসব।
  
প্রতি দুই বছর পরপর বেশ বড় পরিসরে ছবিমেলার আয়োজন করা হলেও, এ বছর করোনা মহামারীর কারণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। 

এ বছর বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকার ৭৫ জন শিল্পী অংশ নিচ্ছেন। রয়েছে আটটি কিউরেটেড প্রজেক্ট। কিউরেটেড প্রজেক্টগুলো হলো (অফ) লিমিটস, দ্য রেবেল উইথ আ স্মাইল, উইশিং ট্রি, ফ্রোজেন সং, ক্রসরোডস কালেক্টিভস ইন্টারভেনশন, বাবা বেতার, ছাপাখানা আর্কাইভ। 

বাংলাদেশের প্রথম আলোকচিত্রী সাইদা খানমের ওপর দ্য রেবেল উইথ আ স্মাইল শিরোনামে থাকছে রেট্রোস্পেক্টিভ এক্সিবিশন। 

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা যাবে ছবিমেলা'র এবারের আয়োজন। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০০০ সাল থেকে দুই বছর অন্তর অন্তর দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করে আসছে আন্তর্জাতিক এই আলোকচিত্র উৎসব।