অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রেডমি নোট ১০ সম্পর্কে যা জানা গেলো

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার  

মধ্যম বাজেটের স্মার্টফোনগুলোর মাঝে সম্ভবত সবচেয়ে কাঙ্খিত হলো শাওমির রেডমি নোট ১০। এমনিতেই রেডমি সিরিজ নিয়ে গ্রাহকদের মনে একটা ভালো ধারণা আছে, সাথে ফাইভ জি সুবিধা যোগ করার ঘোষণায় আগ্রহ বেড়েছে আরও। 

কখন বাজারে আসবে

আইফোন যেমন সেপ্টেম্বরে নতুন ফোন বাজারে আনার ঐতিহ্য চালু করেছে তেমনি শাওমি বানিয়েছে মার্চকে। রেডনি নোট ৯ প্রো ও প্রো ম্যাক্স ও বাজারে আসে মার্চে। তাই প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন মার্চেই বছরের সেরা চমক সামনে আনবে শাওমি। 

যে স্পেসিফিকেশন থাকতে পারে

যদিও ফাইফ জি থাকবে কিনা তা নিশ্চিত নয় তবে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপ থাকবে বলে ধারণা। এছাড়া সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে স্ক্রিনে। প্রথমবার কোন শাওমি ফোনে ৯০ বা ১২০ হার্টজের স্ক্রিন বসানো হতে পারে। এই স্মার্টফোনের ব্যাটারি হবে ৫০৫০ এমএএইচ। মূল ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল এবং সাথে থাকবে আল্ট্রা ওয়াইট ক্যামেরাও। আর র‌্যাম ও রোম হবে যথাক্রমে ৮ ও ১২৮ জিবি।