অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

পটিয়া করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৩:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার

দোকানের আগুন নেভাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা

দোকানের আগুন নেভাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা

চট্টগ্রাম পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে কেন্দ্র থেকে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান ও সারওয়ার কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে আগুন ধরিয়ে দেয়া হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালীন নিহত হয়েছেন আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫)।

নিহতের ঘটনা নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় আবদুল মাবুদকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। 

পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পটিয়াসহ ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে।