অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশেষ ভ্যালেন্টাইন বিতর্ক `...এবং ভালবাসা` 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার   আপডেট: ০৯:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

বিগত ১২ বছরের ধারাবাহিকতায় বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর সহযোগিতায় এবারও আয়োজিত হচ্ছে ভালবাসা দিবস উপলক্ষে বিশেষ ভ্যালেন্টাইন বিতর্ক ...এবং ভালোবাসা। 

টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' নিরীক্ষাধর্মী বিশেষ এই বিতর্কটি প্রদর্শিত হবে সকাল ১১.৩০ মিনিটে। 

আয়োজনের পরিকল্পনা ও সভাপতিত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে 'ব্লু অ্যাওয়ার্ড' প্রাপ্ত কৃতি বিতার্কিক ও সংগঠক এনডিএফবিডি'র চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি একেএম শোয়েব। নির্দেশনায় ছিলেন চ্যানেল আই'র মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম। 

বিতর্কে থাকছে লাইলি-মজনু, অমিত-লাবণ্য, দেবদাস-পার্বতী এবং হিমু-রূপা জুটি। 

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর দেশ সেরা  বিতার্কিকরা এসব চরিত্রে রূপদান করেছেন তারা হলেন যথাক্রমে লুভনা রহমান-ওয়ালিদ হাসমি হোসাইন, মেহেদী হাসান তামিম-ফাহমিদা আরবী দোলা, ডাক্তার মোঃ তরিকুল ইসলাম শিশির-নিলুফার ইয়াসমিন টুম্পা এবং আশিকুর রহমান আকাশ- নূর ই জান্নাত।