অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের রাস্তায় চালকবিহীন গাড়ি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৬:৪১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

চীনের রাস্তায় চালকবিহীন গাড়ি নিয়ে আসছে অটোএক্স। চালকবিহীন এই রোবোট্যাক্সি ডাকলেই হাজির হবে সামনে। আপনাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত গন্তব্যে। ড্রাইভিং সিট থাকবে খালি।

অনেক পরীক্ষা-নিরিক্ষার পর প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অটোএক্স নিয়ে এসেছে চালকবিহীন এ পরিবহন সেবা। দেশটির শেনজেন রাজ্যে ইতোমধ্যে শুরু হয়েছে এর পাইলট কর্মসূচি। আগ্রহীরা সাইন আপ করে এ কর্মসূচিতে যোগ দিতে পারবেন। এরপর ক্রেডিট কার্ড ব্যবহারে মিলবে এ সেবা।

কিভাবে চালকবিহীন গাড়ি ট্র্যাফিক সিগন্যাল মেনে রাস্তায় চলে তা এক ডেমো ভিডিওতে দেখিয়েছে অটোএক্স। আশপাশের পরিবেশ বুঝতে গাড়িটি লাইডার, রেডার ও ব্লাইন্ড স্পট সেনসিং প্রযুক্তির সমন্বিত ব্যবহার করে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন, সাধারণ জনগনের ব্যাবহারযোগ্য চালকবিহীন রোবোট্যাক্সি বিশ্বে এখনও দুর্লভ। এ গাড়িগুলো রাস্তায় পুরোদমে চালু হওয়ার আগে উন্নত প্রযুক্তি ও শক্তিশালী নীতিমালা সমন্বয়ের প্রয়োজন।