অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিযান অব্যাহত হাতিরঝিলে, এখন পর্যন্ত আটক ৩৪৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৪:০৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে বিশেষ অভিযান অব্যাহত আছে। 

এর অংশ হিসেবে লেক এবং আশেপাশের এলাকায় মানুষদের উত্যক্ত করা সেরকম ৪৫ জনকে বুধবার আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপি'র বিশেষ টিম যৌথভাবে এ অভিযান চালায়। তারা জানায়, এ নিয়ে এখন পর্যন্ত ৩৪৩ উত্যক্তকারীকে আটক করা হয়েছে।

গেল ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ নানাভাবে উত্যক্ত্যের শিকার হচ্ছেন। কিছু কিশোর এ জ্বালাতন করছে। 

পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হাতিরঝিল থানা পুলিশকে নির্দেশনা দেয় পুলিশ হেডকোয়ার্টার্স। গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে এবং সাদা পোশাকে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।