অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাতিরঝিল থেকে আটক আরও ৫৪ বখাটে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৩:১৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে হাতিরঝিলে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে লেক এবং আশেপাশের এলাকা থেকে গতকাল মঙ্গলবার সাধারণ মানুষকে উত্যক্ত করা ৫৪ জনকে আটক করেছে পুলিশ। 

যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসা‌পে‌ক্ষে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ ও ডিএম‌পি'র বি‌শেষ টিম এ অভিযান পরিচালনা করে। তারা জানায়, এখন পর্যন্ত ১৫৬ বখাটে আটক করা হয়েছে। 

গেল ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ নানাভাবে উত্যক্ত্যের শিকার হচ্ছেন। কিছু কিশোর এ জ্বালাতন করছে। 

পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হাতিরঝিল থানা পুলিশকে নির্দেশনা দেয় পুলিশ হেডকোয়ার্টার্স। গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে এবং সাদা পোশাকে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।