অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্নে চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার  

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ৩০ জানুয়ারি থেকে চলছে ৭ দিনের ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সকাল ১১টায়, দুপুর ২টায়, বিকাল ৪টা, সন্ধ্যা ৬টায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১১টায়, দুপুর ২টায়, বিকাল ৪টায় বেশ কয়েকটি ছবি দেখানো হয়েছে। এছাড়া বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র দেখানো হয়েছে। উৎসবে সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও এ বছর করোনা ভাইরাস এর কারণে মাস্ক পড়াকে চলচ্চিত্র উৎসবের টিকেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

মঙ্গলবার সকাল ১১টায় চলচ্চিত্র নির্মানের উপর ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের কর্মশালা নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও আয়োজক কমিটির নির্বাহী সদস্য আবীর ফেরদৌস মুখর এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আড্ডায় ক্ষুদে নির্মাতাদের সাথে যুক্ত হয়েছিলেন কন্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদে নির্মাতাদের চলচ্চিত্র নির্মানের খুটিনাটি বিষয়ের উপর কর্মশালা নিবেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন, সন্ধ্যা ৬টায় সারাদেশ থেকে আসা ক্ষুদে চলচ্চিত্র নির্মাতারা পরিচিত হবেন সবার সাথে।

বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১১টায়  অটাম উইন্ডস, স্প্রিং উইন্ডস এন্ড টু ডাভস (ইরান), দ্যা  ইলেভেনথ স্টেপ (ইরান), ওসান বিহাইন্ড দ্যা উইন্ডো (ইরান) চলচ্চিত্র দেখানো হবে।এছাড়া  দুপুর ১২টায় আই ফাউন্ড আউট হোয়াট টু ডু! (ইরান), ওসিগেনো (ইতালি), ইয়া হুতা (কাতার) এবং বিকাল ৪টায় দ্যা ফ্লাইং হ্যান্ডস (ইতালি), চিপস (যুক্তরাজ্য), টিম মার্কো (যুক্তরাষ্ট্র) দেখানো হবে। 

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৩টায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র দ্যা বোটস দ্যাট সেইল ব্যাক ওয়ার্ডস (ফিলিপিন), জাস্ট এন অরডিনারি  ডে ( ক্রোয়েশিয়া),  সিস্টেম ইরোর (পোল্যান্ড), দ্যা কাটাপুল্ট (ইন্ডিয়া), সোলো (তুরস্ক), বেঞ্চ (ভেনেজুয়েলা) প্রদর্শিত হবে।