অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০৭:১৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার

শুরু হয়েছে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শনিবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাৎসরিক এই উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের উৎসবে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে ৩৭টি দেশের ১৭৯ টি চলচ্চিত্র।

প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা; মোট চার বার চলচ্চিত্র প্রদর্শিত হবে। যে কোন বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব, তবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা।

চিলড্রেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে ২০০৮ সাল থেকে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শিশু ও তরুণদের জন্য একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি। যেখানে ৫টি ক্যাটাগরিতে পুরস্কারের পাশাপাশি শিশু নির্মাতাদের জন্য থাকে কর্মশালা ও আর্থিক প্রণোদনা।

যেসব ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়
শিশু চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
শিশু চলচ্চিত্র নির্মাতা (আন্তর্জাতিক)
তরুণ চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
বিশেষ চলচ্চিত্র (আন্তর্জাতিক)
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা (যে কোন দেশ)

এবছর পাঁচটির পাশপাশি নতুন আরেকটি ক্যাটাগরি যোগ হচ্ছে। সামাজিক চলচ্চিত্র বিভাগে এবারের বিষয় ঠিক করা হয়েছে ‘নিউ নরমাল’।

এবারের প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেয়ার শেষদিন ছিল ৩০ নভেম্বর। যেখানে বাংলাদেশ থেকে জমা পড়েছে ১৭১ টি চলচ্চিত্র। এর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য। এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র থেকে বাছাই করা হয়েছে শতাধিক চলচ্চিত্র।