অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে শাওমির মামলা

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার  

বিনিয়োগ নিষেধাজ্ঞা দিয়ে কালো তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও অর্থ বিভাগের বিরুদ্ধে মামলা করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। 

জানুয়ারির শুরুতেই চীনা সেনাবাহিনীর সাথে সম্পর্ক থাকার অভিযোগে আমেরিকানদের জন্য বিনিয়োগ নিষেধাজ্ঞা দিয়ে শাওমিকে কালো তারিকাভুক্ত করে প্রতিরক্ষা বিভাগ। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চীন দমাও’ নীতির অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা বলে ধারনা করা হয়। 

নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে মামলা করেছে শাওমি। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া আদালতে মামলা দায়েরকালে শাওমি জানায়, যদি নিষেধাজ্ঞা বহাল রাখা হয় তবে তীব্র এবং অপূরণীয় ক্ষতি হতে পারে প্রতিষ্ঠানের। মামলাটিতে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনকে আসামি করা হয়েছে।