অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব পেশায় পেনশন দেওয়ার কথা ভাবা হচ্ছে, জানালেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার  

দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনার কথা সরকার ভাবছে। এ তথ্য জানিয়েছেন  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাব’র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ক্র্যাবের প্রয়াত সদস্যদের মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ইতিমধ্যে অনেক পেশায় পেনশন প্রথা চালু রয়েছে। বাকিদের জন্য পেনশন সুবিধা দেওয়া যায় কিনা তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’

সব ক্ষেত্রে ব্যয় বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমের ক্ষেত্রেও ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কল্যাণ ফান্ড সার্বিক প্রয়াসের অংশ হতে পারে।

ক্র্যাবের প্রয়াত ২০ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া দেওয়া হয় অনুষ্ঠানে। ক্র্যাবের কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়ের পরিচালনায় অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, ক্র্যাবের সভাপতি মিজান মালিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।