অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার ভয়ে বাংলাদেশে না এসেও আক্রান্ত শাই হোপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার  

বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দলে বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড় নেই। করোনা ভাইরাসকে অজুহাত দেখিয়ে তারা বাংলাদেশ সফর করতে রাজী হননি। সম্প্রতি উইন্ডিজ মূল একাদশের অভিজ্ঞ ব্যাটসম্যান শাই হোপ ও তার ভাই কাইল হোপ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

আসন্ন ক্যারিবীয় ঘরোয়া ক্রিকেট সুপার-৫০ আসরে বার্বাডোজ প্রাইডের হয়ে খেলার কথা ছিলো হোপ ভ্রাতৃদ্বয়ের। স্কোয়াডে যোগ দেয়ার আগে সব খেলোয়াড়কে করোনা টেস্ট করতে হয়েছিলো। এতেই পজিটিভ ফলাফল আসে তাদের। বার্বাডোজের সরকারি সব নিয়ম মেনে দুই ভাইকে আইসোলেশনে থাকা লাগবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট সংস্থা।

উল্লেখ্য, অভিজ্ঞদের রেখে তরুণ খেলোয়াড় নিয়ে বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। তরুণ-অনভিজ্ঞ উইন্ডিজকে ইতোমধ্যে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে তামিম-সাকিবরা। আগামী ৩ ও ১১ ফেব্রুয়ারি টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে উইন্ডিজ দল।