অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনেক মানুষ ‘কিছু ভালো লাগে না’ রোগে ভোগে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৬:১২ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

কিছু মানুষ আছে যারা সবকিছুতে নেতিবাচক দিক খোঁজে। নিজেরা কোন কাজে না আসলেও তারা ‘কিছু ভালো লাগে না’ রোগে ভোগে। ভ্যাকসিন আসার পরও এসব মানুষ দাম কত, ঠিকমতো আসবে কিনা, ভ্যাকসিন কার্যকর হবে কিনা, সবাইকে দেয়া যাবে না কিনা এসব বিষয় নিয়ে প্রশ্ন করে গেছে। 

বুধবার (২৭ জানুয়ারি) দেশে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্ভোধন করার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। 

এসময় শেখ হাসিনা আরও বলেন, ভ্যাকসিন নিতে তারাও আসুক। দেখুক সবকিছু ঠিক আছে কিনা। সমালোচনার দরকার আছে। তাদের সমালোচনাই আমাদের কাজ করার শক্তি জোগায়।