অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু ১৭, শনাক্ত ৫২৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৫:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

দেশে গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭২ জনে।

একদিনে মৃত্যু     :  ১৭
মোট মৃত্যু:          : ৮,০৭২
শনাক্ত                 : ৫২৮
মোট শনাক্ত        : ৫ লাখ ৩৩ হাজার ৩৪৪ জন
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৫ হাজার ৭২০ জনের
 
বুধবার (২৭ জানুয়ারি) মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জন। মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৩৪৪ জন

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।

গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর মাসের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাইয়ে। ওই মাসে গড়ে প্রতিদিন মারা গেছেন ৪১ জন। এরপর টানা তিন মাস মৃত্যু কমলেও নভেম্বর থেকে আবার বাড়তে শুরু করে। নভেম্বর মাসে মারা গেছেন ৭২১ জন। ডিসেম্বর মাসে করোনায় মৃত্যু হয় ৯১৫ জনের। অর্থাৎ ডিসেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে এসে মৃত্যু ও শনাক্তের হার কমেছে।

বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ১৭ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে ১৩ জন রাজধানীবাসী। চট্টগ্রামের ২ জন, ১ জন করে বরিশাল ও রংপুরের বাসিন্দা।

ঢাকা : ১৩
চট্টগ্রাম: ২
রাজশাহী : ১
ময়মনসিংহ: ১

মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৯ জনের বয়স ষাটের ওপর। এবং ৫১-৬০ এর মধ্যে ৫ জন এবং ৪১-৫০ এর মধ্যে ২ জন এছাড়া ৩১-৪০ এর মধ্যে ১ জনের বয়স। 

গেলো ২৪ ঘণ্টায়ও নারীদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।
পুরুষ: ৮ (৭৫.৭৬%)
নারী:  ৯ (২৪.২৪%)

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা (অ্যান্টিজেনসহ) করা হয় ১৫ হাজার ৭২০ জনের।