অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুবি শিক্ষক-শিক্ষার্থী অপসারণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৪:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি জারি করা প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মানবন্ধন করবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়।

'বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক'-এর পূর্বঘোষিত কর্মসূচির ডাকে সাড়া দিয়ে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদ-সমাবেশ করবেন। এদিন দুপুর ১২টায় তা করবেন তারা।

ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় মানববন্ধন আয়োজন করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে, সেগুলো হলো- 

ঢাকা বিশ্ববিদ্যালয়
স্থান: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্থান: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্ত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
স্থান: শহীদ মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
স্থান: শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
স্থান: বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বশেমুরবিপ্রবি