অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম ভ্যাকসিন নিলেন কুর্মিটোলার সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৪:২৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

দেশে প্রথমে ভ্যাকসিন নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। আর ভ্যাকসিন নেওয়া দ্বিতীয় ব্যক্তি  চিকিৎসক মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মোবেন। তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আরও তিনজন ভ্যাকসিন নেন। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য।

এই হাসপাতালে মোট ২৫ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গেছে। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে থেকে তাদের বাছাই করা হয়েছে। 

**টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা বিভিন্ন গণমাধ্যমকে জানান, কোনো ধরনের চাপে নয়, সম্পূর্ণ নিজের আগ্রহে এই টিকা নিচ্ছেন। দুই সন্তানের জননী রুনু বেরুনিকা কস্তা ২০১৩ সাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্বপালন করছেন। এর আগে তিনি ইউনাইটেড হাসপাতালে কাজ করেন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নার্সিংয়ের ওপর প্রশিক্ষণ নেন। তার স্বামী একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ের কর্মী।

এরপর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে,সে প্রস্তুতিও ইতোমধ্যে সেরে ফেলা হয়েছে।

এর আগে ভ্যাকসিনেশন বা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বুধবার (২৭ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্ত হন সরকার প্রধান। করোনা সংক্রমণ শনাক্তের ৩২৭ দিন পর, নতুন বছরের মাত্র ২৭তম দিনেই করোনাভাইরাসের ভ্যাকসিন মহাযজ্ঞ শুরু করতে সক্ষম হলো বাংলাদেশ। এই উদ্বোধনের মাধ্যমে ‘সুরক্ষা অ্যাপের’মাধ্যমে নিবন্ধন কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে চুক্তি অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে মোট তিন কোটি ডোজ টিকার সরবরাহ পাওয়া যাবে। এর বাইরে প্রয়োজন অনুযায়ী আরো টিকা কেনার পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী দেশে ভ্যাকসিন সংশ্লিষ্ট কাজে জড়িতদের সবাইকে ধন্যবাদ জানান। 

সেরামের কোভিশিল্ড ভ্যাকসিনের পাশাপাশি বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বিশ্বের ৯২টি দেশের মত বাংলাদেশও মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য টিকা পাবে। তাতে ৩ কোটি ৪০ লাখ মানুষের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন আসতে পারে।