অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুকে ব্যাথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৩:৩৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

বুকে ব্যাথা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বুধবার ( ২৭ জানুয়ারি) সকালে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি মৃদু হার্ট অ্যাটাকের শিকার হলে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে বাড়িতে পাঠানো হয়েছিলো।

সৌরভের কলকাতার একটি হাসপাতালে ভর্তির বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি বাড়িতে জিম করা অবস্থায় ব্ল্যাকআউটের শিকার হন সৌরভ। এরপর দ্রুত তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিলো তার। কয়েকটি টেস্ট করার পর সাবেক ভারতীয় অধিনায়কের ধমনীতে ৩টি ব্লক ধরা পড়ে। 

ফলশ্রুতিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের বিপজ্জনক একটি ব্লকে স্টেন্ট বসানো হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হয়। ৭ জানুয়ারি তাকে বাড়িতে পাঠানো হয়েছিলো।

বাড়িতে পাঠানোর পরও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। দুই বাংলার জনপ্রিয় তারকা ক্রিকেটারের বাকি ব্লক দুটিতে পর্যায়ক্রমে স্টেন্ট বসানোর কথা ছিলো।