অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সপরিবারে ফ্রেঞ্চ শিখছেন মেসি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০২:৪২ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

বার্সেলোনা শিবির লিওনেল মেসির ভবিষ্যতের খবরে সয়লাব। তিনি সপরিবারে ফ্রেঞ্চ শিখছেন বলে এবার গুঞ্জন উঠেছে।

স্পেনের গণমাধ্যম এল মুন্দোর বরাত দিয়ে  ক্যানাল প্লাসের ফরাসি সাংবাদিক  জফ্রয় গেয়ারটিয়ার জানান, ৩৩ বছর বয়সী মেসি তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফ্রেঞ্চ ভাষা শিখছেন। খবরটি সাবেক বার্সা সতীর্থ নেইমারের সঙ্গে ফরাসি ক্লাব পিএসজিতে যোগদানের গুঞ্জনকে উস্কে দিলো।

আর্জেন্টাইন এ সুপারস্টার শৈশব থেকে খেলছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সপরিবারে স্প্যানিশ ভাষায় কথা বললেও আর কোনো ভাষার দক্ষতা নেই তাদের।

বার্সেলোনা ছাড়ছেন মেসি, এ খবর নতুন নয়। বিগত কয়েক মাস ধরে গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে, এলএমটেনের সম্ভাব্য গন্তব্য সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

গেয়ারটিয়ার বলেন, যদি ইংলিশ ক্লাবেই যান তবে মেসির ফ্রেঞ্চ শেখার কোনো মানেই হয় না। কিন্ত তিনি ফ্রেঞ্চ শিখছেন বলে বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে।

তবে স্পেনের গণমাধ্যম ডিয়ারিও স্পোর্ট এ তথ্যকে উড়িয়ে দিয়ে জানায়, বিশ্বস্ত সূত্র থেকে তারা এমন কোনো খবর পাননি। মেসি এখনও তার ভবিষ্যত নির্ধারণ করেননি।

উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছয় মাসের কমে নেমে এসেছে। চলতি মৌসুম শেষেই এ সুপারস্টারের কাতালানদের ছেড়ে যাওয়ার কথা রয়েছে।