অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিল্লিতে কৃষক-পুলিশ সংঘর্ষে ১৫ মামলা 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০২:০৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

প্রজাতন্ত্র দিবসে কৃষক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। এতে একজন নিহত এবং বহু হতাহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। এগুলোর অধিকাংশই করেছে পুলিশ। 

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গেল নভেম্বরের শেষদিক থেকে দিল্লি সীমানায় আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। এতদিন শান্তিপূর্ণ বিক্ষোভ করে গেছেন তারা। 

তবে তাদের দাবি-দাওয়া মোদি সরকার মেনে না নেয়ায় বিশেষ দিনে ট্রাক্টর র‌্যালি করেছেন চাষিরা। শান্তভাবে তা করার কথা জানিয়েছিলেন তারা। 

কিন্তু পুলিশি বাগড়ায় দফায় দফায় সংষর্ষে লিপ্ত হতে বাধ্য হন বিদ্রোহীরা। ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢুকতে হয় তাদের। পথিমধ্যে লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছুড়েছে জল কামান ও কাঁদানে গ্যাস। 

অবশ্য কম যাননি কৃষকরা। তারাও পাল্টা পুলিশকে অস্ত্র প্রদর্শন করেছেন। এক পর্যায়ে লালকেল্লায় অবস্থান নেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ভারতীয় নেতারা। আপাতত এখন উভয় পক্ষ স্থিতিশীল রয়েছে।  

নিরাপত্তা আশঙ্কায় দিল্লির বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে না পারায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।