অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘স্কিটস ক্রিক’ময় প্রথম ভার্চুয়াল এমি অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:১০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০৪:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

 

কমেডি ক্যাটাগরির সব অ্যাওয়ার্ড জয়ের মধ্য দিয়ে ৭২ তম এমি অ্যাওয়ার্ডের পুরো ফোকাসটাই নিজের করে নিলো কানাডিয়ান কমেডি সিরিজ স্কিটস ক্রিক। প্রথম বারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় টিভি অনুষ্ঠানের সবচেয়ে বড় এ্ই অ্যাওয়ার্ড শো । যেখানে কমেডির ৫টি ক্যাটাগরির সবকটিই জিতে নেয় সিবিসি টেলিভিশনে প্রচারিত এই সিরিজটি।

উল্লেখ্য, টেলিভিশন অনুষ্ঠানে উল্লেখযোগ্য অবদান রাখায় এই অ্যাওয়ার্ড দেয়া হয় । টেলিভিশন পুরষ্কারের ক্ষেত্রে এটি চলচ্চিত্রের একাডেমি পুরস্কার (অস্কার), সঙ্গীতের গ্র্যামি পুরস্কার, এবং মঞ্চের টনি পুরস্কারের সমতুল্য।

মূলত লস এঞ্জেলসের মাইক্রোসফ্ট থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এবারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা অনুষ্ঠিত হয় স্টেপলস সেন্টারে যেখানে বিজয়ীরা ভার্চুয়ালি তাদের বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিমি কিমেল।

এর আগে ২৮ জুলাই প্রকাশিত হয় ৭২ তম এমি অ্যাওয়ার্ড নমিনেশন প্রাপ্তদের তালিকা। সেখানে ওয়াচম্যান ১১ ক্যাটাগরিতে, সাকসেশন ১০ আর ওজার্ক ৯টি ক্যাটাগরিতে নমিনেশন পেলেও অনুষ্ঠানে জয়জয়কার ছিলো স্কিটস ক্রিকের।

কমেডি ক্যাটাগরির সেরা কমেডি সিরিজ, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী পুরষ্কার নিয়ে এবারের অ্যাওয়ার্ড নিজেদের করে নেয় ইউজিন লেভি ও ক্যাথরিন ও’হারা অভিনীত এই সিরিজটি। এছাড়াও ৩টি ক্যাটাগরিতে পুরষ্কার পায় ড্রামা সিরিজ ওয়াচম্যান। ১০ ক্যাটাগরিতে নমিনেশন পেলেও কেবল ২টিতেই পুরষ্কার পায় সাকসেশন। তা হলো সেরা ড্রামা সিরিজ আর প্রধান অভিনেতা, ড্রামা। সেরা টিভি চলচিত্র পুরষ্কার পায় ব্যাড এডুকেশন আর রুপল’স ড্র‌্যাগ রেস পায় সেরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরষ্কার।

উল্লেখ্য, ২০০৪ সালে গালায় অনুষ্ঠিত ৫৬তম এমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা তাদের অনুষ্ঠান আমরাও পারি-এর জন্য এমি পুরস্কার লাভ করে।

নিচে এমি অ্যাওয়ার্ড বিজয়ীদের পুরো তালিকা তুলে ধরা হলো –

ড্রামা সিরিজ- সাকসেশন
কমেডি সিরিজ- স্কিটস ক্রিক
প্রধান অভিনেত্রী, ড্রামা- জেনডায়া, ইউফোরিয়া
প্রধান অভিনেতা, ড্রামা- জেরেমি স্ট্রং, সাকসেশন
পার্শ্ব অভিনেতা, ড্রামা- বিলি ক্রাডাপ, দ্যা মর্নিং শো
পার্শ্ব অভিনেত্রী, ড্রামা- জুলিয়া গার্নার, ওযার্ক
প্রধান অভিনেত্রী, কমেডি- ক্যাথরিন ও’হারা, স্কিটস ক্রিক
প্রধান অভিনেতা, কমেডি- ইউজিন লেভি, স্কিটস ক্রিক
পার্শ্ব অভিনেতা, কমেডি ডেনিয়েল লেভি, স্কিটস ক্রিক
পার্শ্ব অভিনেত্রী, কমেডি অ্যানি মারফি, স্কিটস ক্রিক
লিমিটেড সিরিজ- ওয়াচম্যান
টিভি চলচিত্র- ব্যাড এডুকেশন

প্রধান অভিনেত্রী, টিভি চলচিত্র/ লিমিটেড সিরিজ- রেজিনা কিং, ওয়াচম্যান

প্রধান অভিনেতা, টিভি চলচিত্র/ লিমিটেড সিরিজ- মার্ক রুফালো, আই নো দিস মাচ ইজ ট্রু

পার্শ্ব অভিনেত্রী, টিভি চলচিত্র/ লিমিটেড সিরিজ-উজু আবুদা, মিসেস আমেরিকা

পার্শ্ব অভিনেতা, টিভি চলচিত্র/ লিমিটেড সিরিজ-ইয়াহয়া আব্দুল মতিন, ওয়াচম্যান

প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান- রুপল’স ড্র‌্যাগ রেস

টকশো- লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

সেরা উপস্থাপক, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান- রুপল, রুপল’স ড্র‌্যাগ রেস