অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন জ্যানেট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ১২:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হচ্ছেন জ্যানেট ইয়ালেন। সিনেটের ভোটে তাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ১৯ জানুয়ারি কংগ্রেসে ভোটের মাধ্যমে চূড়ান্ত হয় তার মনোনয়নের বিষয়টি।বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে মহামারি ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় জো বাইডেন প্রশাসনে দায়িত্ব পালন করবেন জ্যানেট। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রণোদনা প্যাকেজ এনেছেন বাইডেন। সেটি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জ্যানেটের।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জ্যানেট। প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে চার বছর ভাইস চেয়ার ছিলেন।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে জ্যানেটকে বেছে নেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা। তাকে দ্বিতীয়বারের মতো দায়িত্বপালনের সুযোগ দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইয়েলেনের বেড়ে ওঠা নিউইয়র্কে শহরে। ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন। পিএইচডি করেন ইয়েল বিশ্ববিদ্যালয়ে। সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন তিনি। 
জ্যানেট ইয়েলেনের স্বামী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জর্জ আকেরলফ।  জ্যানেট ইয়েলেন ১৯৭৭ সালে প্রথম চাকরি শুরু করেন ফেডারেল রিজার্ভে।