অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাম্পের বিচারে সিনেটে অভিযোগ দাখিল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার  

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় অভিশংসনের জন্য আনুষ্ঠানিকভাবে সিনেটে অভিযোগপত্র দাখিল করেছে প্রতিনিধি পরিষদ। সোমবার সন্ধ্যায় তা উপস্থাপন করা হয়। আশা করা হচ্ছে, আগামী মাসে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। 

এই অভিশংসন বিচারে প্রসিকিউটরের ভূমিকায় থাকছেন প্রতিনিধি পরিষদের নয়জন ডেমোক্র্যাট সদস্য। তাদের নিয়োগ দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। 

প্রথমে পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত সার্জেন্ট অ্যাট আর্মসকে নিয়ে নীরবে পুরো ক্যাপিটল প্রদক্ষিণ করেন তারা। এরপর অভিশংসনের জন্য কংগ্রেসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ হস্তান্তর করেন।

এই বিচার প্রক্রিয়ায় পরিষদের প্রধান প্রসিকিউটর জেমি রাসকিন। কংগ্রেসে পৌঁছার পর ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান তিনি।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে গেল ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে অধিবেশন চলাকালে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। ওই দাঙ্গায় এক পুলিশ সদস্যসহ ৫ জন মারা যান।

এর আগে এক বক্তব্যে তাদের উসকানি দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এজন্য প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন তিনি। তখনই তাকে সিনেটে অভিশংসিত করার প্রস্তাব ওঠে। 

তবে সময় না থাকায় তা সম্ভব হয়নি। গেল ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়েছে। এখন বিচার প্রক্রিয়া শুরু হবে।