অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুড়িগ্রামে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, আটক-৩

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশিত: ১১:৪১ এএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার  

কুড়িগ্রাম সদরের আলম পাড়ায় একটি বাড়ি থেকে ১৪ কেজি গাঁজা ও ২০২ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

এছাড়া ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, মোবাইল ফোনও জব্দ করা হয় । 

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম পৌর শহরের আব্দুল মান্নানের ছেলে খোরশেদ আলম ওরফে হুরকা, তার বোন মনিকা ওরফে মুন্নি ও মৃত আব্দুস সালামের ছেলে জসীম উদ্দীন। জসিম নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিত।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায় এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, সদর ফাড়ীর ইনচার্জ এস আই নাজমুস সাকিব সজীব। 

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।