অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোয়ারেন্টাইন নিয়ে মতবিরোধ, অস্ট্রেলিয়া ওপেন থেকে সরে দাঁড়ালেন মুরে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ১২:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

৩ বার গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা অ্যান্ডি মুরে ২০২১ অস্ট্রেলিয়া ওপেন খেলছেন না বলে নিশ্চিত করেছেন। এটিপি র‌্যাংকিংয়ে ১২৩ নম্বরে থাকা এ স্কটিশের মূল আসরে অংশ নেয়ার কথা ছিল। কিন্ত গত সপ্তাহে মেলবোর্নের উদ্দেশে যাত্রা শুরুর আগে তিনি কোভিড-১৯ পজিটিভ হন।

মুরে করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ ছিলো না। তিনি টুর্নামেন্টে অংশ নিতে আশাবাদী ছিলেন। কিন্ত টেনিস অস্ট্রেলিয়ার সাথে আলোচনার পর কার্যকরী কোয়ারেন্টাইন পালন করতে রাজি হননি ৩৩ বছর বয়সী অ্যাথলেট। ইতোমধ্যে যুক্তরাজ্যে কোয়ারেন্টাইনে আছেন মুরে। কিন্ত অস্ট্রেলিয়ায় ভ্রমণের পর বাধ্যতামূলকভাবে আরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে মুজ খ্যাত এ তারকাকে।

টুর্নামেন্টে অংশ নিতে না পেরে বেশ হতাশ হয়েছেন মুরে। এক বিবৃতিতে তিনি বলেন, টেনিস অস্ট্রেলিয়ার সাথে কয়েকবার আলোচনা করেও কোয়ারেন্টাইন নিয়ে কোনও কার্যকরী সমাধান হয়নি। তাই, আমি এবারের আসরে অংশ নিচ্ছি না। অস্ট্রেলিয়ায় খেলতে না পেরে আমি বিপর্যস্ত। এ দেশ ও টুর্নামেন্টকে আমি ভালোবাসি।

২০১৯ সালের আসরটিতে রবার্তো বাউতিস্তার কাছে ফাইনাল হেরেছিলেন মুরে। এবারের ওপেনে অংশগ্রহণ তার ক্যারিয়ারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো।