অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজনের আভাস জাপানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার  

টোকিও অলিম্পিক চলতি বছরের নির্ধারিত সময়ে আয়োজন করার আভাস দিয়েছে জাপান। করোনা মহামারির মধ্যেই যথাযথ প্রস্তুতি নিয়ে বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞ আয়োজন করতে চায় তারা। সোমবার (১৮ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা এক বক্তৃতায় এসব কথা জানান।

গত সপ্তাহে জাপানের দুই গণমাধ্যমের করা এক জরিপে দেখা যায়, বেশিরভাগ জাপানি অলিম্পিক আয়োজনের পক্ষে নন। এতে নির্ধারিত সময়ে তা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। ২০২০ সালে আয়োজিত হওয়ার কথা থাকলেও মহামারির কারণে এটি পিছিয়ে দেয়া হয়।

সুগা বলেন, অলিম্পিক আয়োজন করা হলে এটা প্রমাণিত হবে, মানুষ কোভিড-১৯ মহামারিকে পরাজিত করেছে। এ আয়োজন বিশ্বের মানুষের মধ্যে আশা ও সাহস সঞ্চার করবে। 

২০১১ সালে জাপানের উত্তরপূর্ব অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এরপর ফুকুশিমার পরমাণু দুর্ঘটনায় বিপর্যস্ত হয় তারা। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি ঘুরে দাঁড়িয়েছে। অলিম্পিক আয়োজন করে বিশ্বের কাছে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ নিতে চায় তারা।

করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অ্যাথলেট সংখ্যা কমিয়ে আনার কথা বলছেন আয়োজকরা। আগামী ২৩ জুলাই বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরের পর্দা ওঠার কথা রয়েছে।