অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোয়ারেন্টাইন নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলোয়াড়দের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০১:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসা টেনিস তারকাদের বহনকারী বিমানে থাকা যাত্রীর করোনা পজিটিভ আসায় কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ৭২ খেলোয়াড়কে। দীর্ঘদিন হোটেল রুমে বন্দি থাকায় এখন ক্ষোভ প্রকাশ করছেন বেশ কয়েকজন টেনিস খেলোয়াড়। 

ফেব্রুয়ারির ৮ তারিখ মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম গ্রান্ডস্ল্যাম। কিন্তু কোয়ারেন্টাইনে থাকা খেলোয়াড়রা অন্যদের তুলনায় যথাযথ প্রস্তুতি নিতে পারবেন না। তাই এমন ক্ষোভ প্রকাশ। 

এখন পর্যন্ত ১৫ টি চার্টার্ড ফ্লাইটে মোট ১২০০ খেলোয়াড় ও স্টাফ দেশটিতে গিয়ে পৌঁছেছেন। তার মাঝে ৯ জন স্টাফ ও ১ জন টেনিস খেলায়াড়ের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তারপর থেকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন ৭২ জন খেলোয়াড়।

যেখানে ভিক্টোরিয়া আজারেঙ্কা, স্লোয়েন স্টিফেন্স, কেই নিশিকোরি, অ্যাঞ্জেলিক কার্বার এবং হিদার ওয়াটসনের মতো শীর্ষস্থানীয় খেলোয়াড়রা আছেন। যারা প্রস্তুতি নিতে পারছেন না। এদিকে পুরুষ র‌্যাংকিংয়ে থাকা এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ কোয়ারেন্টাইন কমিয়ে আনার আহ্বান করেছেন ভিক্টোরিয়া রাজ্যের কাছে। কিন্তু তার আবেদন বাতিল করে দেয়া হয়।