অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫৩ শিক্ষার্থীর পাশে ভিবিডি চট্টগ্রামের ‘উষ্ণতার প্রয়াস’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৪:৩০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রোববার

বিত্তবানরা কনকনে শীত বরণ করে নেন বাহারি পোশাকে। অন্যদিকে অসচ্ছ্বল, এতিম ও নিরাশ্রয়দের চিত্র থাকে সম্পূর্ণ বিপরীত। অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি শীতে দেখা দেয় নতুন সমস্যা। উষ্ণ পোশাকের অভাবে প্রায়শই শোনা যায় মৃত্যুর খবর। অপরাজেয় বাংলার সাথে আলাপকালে কথাগুলো বলছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোদ্দাচ্ছির হোসাইন।

তাই আন্তরিক ভালবাসা ও মানবিক মূল্যবোধ থেকে শনিবার (১৬ জানুয়ারি) অসচ্ছ্বল ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে তার সংগঠনের স্বেচ্ছাসেবীরা। যে প্রজেক্টের নাম ‘উষ্ণতার প্রয়াস-২’। ইতোপূর্বে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে রাস্তার আশেপাশে নিরাশ্রয় মানুষদের মাঝে শীতের পোশাক বিতরণের মধ্য দিয়ে বাস্তবায়ন হয় প্রজেক্টের ১ম পর্ব। 

দ্বিতীয় পর্বে শীতের পোশাকের পাশপাশি একবেলা খাবার এবং লেখাপড়ার সামগ্রী বিতরণ করা হয় নগরীর 'আল কুরআনুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এছাড়াও মাদ্রাসার ৫৩ শিশুর জন্য আয়োজন হয় হামদ, নাত, গল্প বলা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ১৬তম বোর্ডের সভাপতি কাউসার হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম ইসহাক। শনিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের সাথে এমন আনন্দময় সময় কাটিয়েছে ভিবিডি চট্টগ্রাম জেলার ৬০ স্বেচ্ছাসেবী। 

এই প্রকল্প বাস্তবায়নে ভিবিডি চট্টগ্রাম বিভাগীয় বোর্ডের সভাপতি শওকত আরাফাত, ভিবিডি চট্টগ্রাম জেলার বোর্ড মেম্বার, কমিটি মেম্বার, আইআর, জেনারেল ভলান্টিয়ার ও এলামনাই মেম্বাররা উপস্থিত ছিলেন।