অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ সাকরাইন, উৎসবের আমেজ বাড়াতে থাকবে ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:০৭ এএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১০:৪২ এএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

সাকরাইনে এভাবেই ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ, ফাইল ফটো

সাকরাইনে এভাবেই ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ, ফাইল ফটো

আজ পৌসসংক্রান্তি। পৌষকে বিদায় জানাতে পুরান ঢাকার দিনের আকাশ ছেয়ে যাবে রঙিন ঘুড়িতে। রাতের আকাশ আতশবাজিতে ঝলমল করবে। মুখরোচক পিঠা পুলিতে মুখ হবে রঙিন। বছর ঘুরে ফিরে এলো সাকরাইন উৎসব।

উৎসবমুখর পরিবেশে এবার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পালনে পুরান ঢাকার মানুষের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ টি ওয়ার্ড সমন্বিতভাবে অংশ নিচ্ছে। 

৪০০ বছরের পুরনো এ উৎসবটি আগে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সীমাবদ্ধ ছিল। বর্তমানে পুরান ঢাকায় সাড়ম্বরে উদযাপন হয় এ দিনটি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে বয়স ধর্ম নির্বিশেষে উৎসবে যোগ দিতে পুরান ঢাকায় ছুটে যায় সবাই।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, একযোগে এ উৎসব আয়োজন পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে এনে সংরক্ষণ করতে মাইলফলক হিসেবে কাজ করবে। উৎসব দুপুর ২ টা থেকে আরম্ভ হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে।

সিটি কর্পোরেশন নির্দিষ্ট ওয়ার্ডগুলোতে ঘুড়ি বিতরণ করবে বলেও জানান মেয়র তাপস। সাধারণ মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের কাছে ১০০ টি ছাড়াও বিভিন্ন মাধ্যমে মোট ১০০০০ ঘুড়ি সরবরাহ করা হবে।