অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অন্ধের মতো বিশ্বাস করবেন না: শিল্পা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার  

এখন সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে নানা মুখরোচক কথা ঘুর ঘুর করে। সেগুলোই বিশ্বাস করেন কানপাতলা ভক্ত-সমর্থকরা। এ নিয়ে নানা প্রশ্ন করেন তারা। এতে যারপরনায় বিরক্ত হন অভিনেতা-অভিনেত্রীরা। 

এর তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিরও। পরিপ্রেক্ষিতে অনুরাগীদের দারুণ পরামর্শ দিয়েছেন তিনি। তাদের উদ্দেশে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখেন; সবই অন্ধের মতো বিশ্বাস করবেন না।

শিল্পা বলেন, আমরা আমাদের সংগ্রামের কথাগুলো খুব কমই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। সুতরাং অন্ধের মতো সব বিশ্বাস করবেন না। সবকিছু দ্বারা প্রভাবিত হবেন না। এ মাধ্যমে আপনারা নানা কিছু দেখতে কিংবা শুনতে পাবেন।

মঙ্গলবার জনপ্রিয় ছবি শেয়ারিংয়ের মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, আপনার জীবনযাপন, কৃতিত্ব-অর্জন, সফলতা কিংবা ব্যর্থতা অন্যের ব্যক্তিগত জীবনের চেয়ে অভিন্ন কিছু নয়। আপনি আপনার প্রতিদ্বন্দ্বী। প্রতিদিন নিজেকে নিয়ে কাজ করুন। ঘষেমেজে আরো ভালোভাবে তৈরি করুন। একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করা বাদ দিয়ে এসব করুন। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য আপনাকে ধন্যবাদ জানাবে।

অবশেষে দীর্ঘ ১৩ বছর পর সিনেপর্দায় ফিরছেন শিল্পা। তার আসন্ন দুই সিনেমা ‘হাঙ্গামা ২’ ও ‘নিকাম্মা’ মুক্তির অপেক্ষায় আছে।