অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একক সঙ্গীত দিয়ে টাইগারের ইউটিউব অভিষেক

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার  

অ্যাকশন দৃশ্যে জ্যাকি চ্যান ভক্ত টাইগার শ্রফের জনপ্রিয়তা আকাশচুম্বী, নাচেনও অসাধারণ। এবার নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ‘বাগী ২’ তারকা। বুধবার (১৩ জানুয়ারি) নিজের নামে খোলা ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে তার একক গান ‘ক্যাসানোভা’। প্রথম তিন ঘন্টায় যা দেখা হয়েছে ১ লাখ ২৭ হাজার বার। 

তবে এটাই টাইগার শ্রফের প্রথম গান নয়, এর আগে অক্টোবরে বের হয়েছিল তার প্রথম গান ‘আনবিলিভেবল’। গানটি বিলবোর্ডেও্ জায়গা করে নেয়। তবে সেটি নিজের চ্যানেলে নয়, বিজিবিএনজি মিউজিক চ্যানেলে। 

কুইকি মিডিয়ার সাথে পার্টনারশিপে করা তার এই চ্যানেলে গান ছাড়াও প্রকাশ করা হবে তার নাচ ও শারিরীক কসরতের ভিডিও। 

গান মুক্তি দেয়া প্রসঙ্গে নিজের ইন্সটাগ্রাম চ্যানেলে টাইগার শ্রফ লিখেন, আমার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দ্বিতীয় একক গান ক্যাসানোভা। আপনাদের সামনে গানটি উপস্থাপন করতে পেরে আমি খুব উচ্ছ্বসিত! আশা করি সবার ভালো লাগবে। 

শুধু গান নিয়েই ব্যস্ত নন এই অভিনেতা। সামনতালে অভিনয়ও করে চলেছেন তিনি। ২০২১ সালেই মুক্তি পাবে তার তিন ছবি ‘বাগী ৪’ ‘হিরোপান্তি ২’ এবং ‘গানপাতি’।