অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এ বছরই বিয়ে সারবেন শারাপোভা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৬:৪০ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

২০০১ সালে টেনিস অঙ্গনে পা রাখার পর দুই দশকের ক্যারিয়ারে ব্যাপক সাফল্য অর্জন করেছেন মারিয়া শারাপোভা। পাঁচবার জিতেছেন খেলাটির সবচেয়ে মর্যাদাকর শিরোপা গ্র্যান্ডস্ল্যাম। ঝুলিতে রয়েছে একাধিক ট্যুর ট্রফি। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এ রুশ সুন্দরী।

টেনিসে পথচলার সূচনালগ্নেই ব্যবসা শুরু করেন শারাপোভা। ২০১৩ সালে চকোলেট কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। যার নামকরণ করেন সুগারপোভা। দ্রুত তা বিশ্বে আত্মপ্রকাশ করে।

ওই বছর মার্কিন টিভি সিরিয়াল ‘এলেন ডিজেনারেস শো’র একটি এপিসোডে (পর্বে) হাজির হন শারাপোভা। তাতে নিজের কোম্পানির অদ্ভুত সব মজাদার ক্যান্ডির নাম তুলে ধরেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য স্পোর্টি, ফ্লার্টি, কোয়ার্কি ইত্যাদি। সেগুলোর নাম অনুষ্ঠানটির সঞ্চালক এলেন এবং ভক্তদের মুগ্ধ করে। 

২০০৪, ২০০৬, ২০০৮, ২০১২ ও ২০১৪ সালে গ্র্যান্ডস্ল্যাম জয় করেন শারাপোভা। সেই তালিকায় রয়েছে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন। এ পাঁচ শিরোপাই তার ক্যারিয়ারের সেরা সাফল্য। পরে ২০২০ সালে টেনিস ক্যারিয়ারের ইতি টানেন তিনি। 

অবসরের আগের বছরগুলোতে ঘন ঘন ইনজুরির সঙ্গে পাঞ্জা লড়েন রাশিয়ান হার্টথ্রব। ফলে খেলায় অনিয়মিত ছিলেন এ স্বর্ণকেশি। তবে বসে থাকেননি শারাপোভা। মাঝে শুরু করেন মডেলিং। সেখানেও সাফল্য পান তিনি। পথিমধ্যে তার ব্যবসা চলতেই থাকে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন। 

নিজের মেধা, মোহনীয় রূপ-সৌন্দর্য দিয়ে সারাবিশ্বের কোটি পুরুষের হৃদয় হরণ করেছেন শারাপোভা। তবে সম্প্রতি সবার মন ভেঙেছেন তিনি। ব্রিটিশ ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার আলেকজান্ডার গিলকসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ৩৪ বছর বয়সী সেনসেশন। নতুন বছর অর্থাৎ ২০২১ সালেই বিয়ে করবেন বলে জানিয়েছেন তারা।