অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিলমারির দুর্গম চর আর নেই অন্ধকারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৭ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৯:১০ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একেবারেই সীমান্তবর্তী এলাকায় এখন ঘরে ঘরে বিদ্যুৎ।  রামকৃষ্ণ ও চিলমারী চরাঞ্চল হওয়ায় এসব এলাকা ছিলো অন্ধকারে। যা এখন আর নেই।  এই অংশের সাড়ে ৮ হাজার পরিবারের মধ্যে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরই মধ্যে ২২১টি পরিবার বিদ্যুৎ পেয়েছে। 

গত ৩ জানুয়ারি (রবিবার) কুষ্টিয়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা আংশিক বিদ্যুতায়নের কাজ উদ্বোধন করেন। 

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহরাব আলী বিশ্বাস অপরাজেয় বাংলাকে জানান, বিদ্যুতের ২৪২ কিলোমিটার লাইনের মধ্যে বর্তমানে ৮৬ কিলোমিটার লাইনের কাজ সম্পন্ন হয়েছে। 

আগামী মার্চ মাসের মধ্যে চিলমারিতে ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে, প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।

তিনি আরো জানান, ৪২ কোটি ব্যয়ে এই প্রকল্পে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প এগিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। 

চিলামারিতে ১০ এমভি ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র তৈরি হচ্ছে হচ্ছে। এছাড়া টাওয়ার লাইনও নির্মাণ করা হচ্ছে বলে জানান সোহরাব আলী।