অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোহাম্মদ শাহ আলম-এর কবিতা ‘নতুন বছর শুভ হোক’

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০৬:৪২ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

নতুন বছর শুভ হোক ।। মোহাম্মদ শাহ আলম

আমাদের ঢের জানা আছে
নতুন যে বছরটি পা দিল দরোজায় 
তাতে কালবোশেখীর বদলে মৃদুমন্দ বাতাস বইবে না
আরো বেশি সফেদ হবে না শরতের কাশবন 
সুবাসিত বসন্ত আসবে না একবারের বেশি। 

পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে না রমজানের আগে
মাদকের বেপারী ফুলের দোকান সাজিয়ে বসবে না গলির মোড়ে
ওয়াসার কলে প্রবাহিত হবে না সুপেয় জল
অবসরপ্রাপ্ত বেচারা শিক্ষকের একটি হাসির বিনিময়ে  
ছাড় হবে না তাঁর পেনশনের ফাইল।

ট্রাফিক পুলিশ বিলাবে না সুগন্ধি গোলাপ 
নির্বাচনী ইশতেহার কেড়ে নেবে না রাজনীতিবিদের ঘুম 
পদস্থ আমলার মুখে ফুটে উঠবে না ভুবনমোহিনী হাসি
স্ত্রীর কাছে প্রেমপত্র লিখে হৈচৈ ফেলে দেবে না মাননীয় মন্ত্রী। 

অথবা চেনা কুকুরগুলো ঘেউ ঘেউ করবে না 
ল্যাম্পপোস্টের দিকে মুখ করে, তারই আলোর নিচে দাঁড়িয়ে। 

তারপরও আমাদের প্রত্যাশাজুড়ে থাকবে, শুভ হোক নতুন বছর।