অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন বছরে স্টার সিনেপ্লেক্সে ‘মনস্টার হান্টার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০৬:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

২০২১ সালের শুরুতেই সিনেমাভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্টার সিনেপ্লেক্স। পহেলা জানুয়ারিতেই দর্শকরা দেখতে পাবেন হালের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ‘মনস্টার হান্টার’। 

যেটি পরিচালনা করেছেন ‘রেসিডেন্ট এভিল’ ও ‘মর্টাল কমব্যাক্ট’ খ্যাত পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন। হলিউডের পাশাপাশি প্রযোজনায় ছিল চীন ও জার্মানির অর্থও। 

জনপ্রিয় গেইম ক্যাপকম অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবির কাহিনি। যেখানে ওয়ার্ম হোল ভ্রমণ করতে গিয়ে মনস্টারের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্স। 

ছবির অন্যতম আকর্ষণ জনপ্রিয় অভিনেত্রী মিলা জেভোভিচ। ‘রেসিডেন্ট এভিল’খ্যাত এই অভিনেত্রী অভিনয় করেছেন ছবির প্রধান চরিত্রে। বেশ কয়েক বছর ‘জম্বি’ নিধনে ব্যস্ত থাকা অভিনেত্রী এবার ধ্বংস করবেন বিশালকায় দৈত্য ও প্রাণীদের। তবে সেসব দৈত্যরা দুনিয়ার নয়। তাদের বসবাস অল্টারনেট ইউনিভার্স বা অন্য মহাবিশ্বে।

যেখানে মিলা ঘটনাচক্রে স্থানান্তরিত হন। ‘মনস্টার হান্টার’ ছবিতে মিলাকে দেখা যাবে ক্যাপ্টেইন আর্টেমিস চরিত্রে। মিলা জোভোভিচ ছাড়াও ছবিতে রয়েছেন টনি জা, টিপ হ্যারিস, ম্যাগান গুড, দিয়েগো বোনেতা, জোশ হেলম্যান, রন পার্লম্যানের মতো তারকা।

ছবিটি এরইমধ্যে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই আলোচনায় থাকা ছবিটি কোভিড-১৯ এর মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি দর্শক হলে গিয়ে দেখছে। ইতিবাচক মন্তব্য করেছেন বোদ্ধা সমালোচকরাও। অনেকে এ ছবিকে একইসঙ্গে ‘ম্যাডম্যাক্স: ফিউরি রোড’, ‘রেসিডেন্ট এভিল’ এবং ‘গডজিলা’ ছবির সংমিশ্রণ হিসেবে আখ্যায়িত করেছেন।