অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আ.লীগকে নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:২১ পিএম, ২৫ মে ২০২৫ রোববার  

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে সম্ভব চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে’।

‘তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়’। যোগ করেন তিনি।

শফিকুল আলম বলেন, সবাই একসঙ্গে বসাতে তিনি বলেছেন যে তিনি মনে সাহস পেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে; যাতে আমরা এগোতে না পারি। যাতে সবকিছু কলাপস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।’ 

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে জুন ৩০ এর ওপাড়ে নির্বাচন যাবে না। জুন মাসের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে। যখন সময় আসবে তিনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন। 

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমাদের সরকারের তিনটা কাজ। একটা সংস্কার, আরেকটা বিচার, আরেকটা নির্বাচন। আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারব, দেখবেন ইলেকশনের বিষয়েও আমরা মানুষের আস্থা পাব।’