সোনালী লাইফ ও নাগরিক স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ৮ ডিসেম্বর ২০২৪ রোববার

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও নাগরিক স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সম্প্রতি দ্বিপাক্ষিক সেবা বিনিময় এর লক্ষে একটিকর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নগরীর মালিবাগ চৌধুরী পারায় সোনালী লাইফের প্রধান কার্যালয়ে গত ২৮ নভেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সএর ভারপ্রাপ্ত সি ই ও জনাব রফিকুল ইসলাম ও নাগরিক স্পেশালাইজড হাসপাতাল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মোস্তাফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন ।
এই চুক্তির আওতায় সোনালী লাইফের প্রিভিলেজ কার্ড গ্রহনকারী গ্রাহক, সকল কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ কর্মীগণ নাগরিক হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহনের ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা প্রাপ্ত হবেন।
সোনালি লাইফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক, শেখ মোঃ বদিউজ্জামান রিপন, জনাব মোঃ আবদুল্লাহিল কাফী, মোঃ গোলাম মোস্তফা, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, মোঃ আব্দুল হান্নান,, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ আশরাফুল ইসলাম, জনাব সৈয়দ মোঃ আজিম ও
জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।